News Party News

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ USA এর বছরের প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত এবং আওয়ামী লীগের নির্বাচনী বিজয় উদযাপন

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ USA এর উদ্যোগে গত ২৮ জানুয়ারী কার্যনির্বাহী কমিটি,উপদেষ্টা কমিটি ও পৃষ্ঠপোষক কমিটি ২০২৪ সালের প্রথম সাংগঠনিক সভা ও যৌথ সমন্বয় সভা এবং ১২ তম সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর বিজয় উদযাপন অনুষ্ঠিত হয় ম্যাসাচুসেটস এর ক্যামব্রিজ শহরে।

সোফিদা বসু বিন্দুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর সন্চালনায় উক্ত অনুষ্ঠানে উল্লেখিত কমিটির উপদেষ্টা, পৃষ্ঠপোষক , সদস্য ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিয়তা‘র কন্ঠে দু দেশের জাতীয় সংগীতের কোরাস এবং জাতির জনক ও তাঁর পরিবার ,স্বাধীনতার সূর্য সন্তান-শহীদান,বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রার্থনা জানিয়ে অনুষ্ঠানটির দারুন শুভরাম্ম্ভ করেন মুজিব আদর্শের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ উপস্হিতি।

সবাইকে স্বাগত জানিয়ে শুরুতেই সাংগঠনিক কর্মসূচির রুপরেখা প্রণয়ণ প্রস্তাবনা ব্যাখ্যা করেন টিপু চৌধুরী।সেই সাথে আওয়ামী পরিবারের বন্ধন,সাংগঠনিক যোগ্যতা,দায়বদ্ধতা ও সামর্থ্য,সদস্য নবায়ন,বাৎসরিক পূর্ব নির্ধারিত সভা,দলীয় ও জাতীয় ইভেন্ট উদযাপন বিষয়ে কার্যকরী সদ্ধান্তের নিমিত্তে সকলের মতামত চেয়ে উন্মুক্ত আলোচনা ও মতামত আহ্বান করে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিনন্দন জ্ঞাপন করা হয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এরং নব গঠিত সরকার,সংসদ ও বাংলাদেশের জনগণকে।বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং চলমান উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশের মানুষের প্রাত্যহিক নাগরিক জীবনে বিপর্যয় সৃষ্টিকারী রাজনৈতিক দেউলিয়াত্ববরন কারী বিএনপি ও তার দেশী বিদেশী দোসরদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।মুক্তি যুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল দেশ প্রেমিক প্রবাসীদের যার যার অবস্থান থেকে আত্মনিয়োগের আহ্বান জানানো হয়।

প্রাসঙ্গিক বিষয় ও আলোচনায় USA Interstate and intercontinental Awami activities এর সাথে সাথে স্হানীয় Congressman and State Representative বৃন্দের সাথে পারস্পরিক মত বিনিময় এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্হিতি।

দলীয় সদস্য নিবন্ধন, নবায়ন ,স্হানীয়ভাবে এবং বাংলাদেশে জনহিতকর সেবা মূলক কাজে আত্মনিয়োগ ও সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।

দলমত মত নির্বিশেষে বাংলাদেশের সত্য ইতিহাস অনুসন্ধান ও অনুশীলন,জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে,শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত মর্যাদাশীল বাংলাদেশ গঠনে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা বাস্তবায়নে নূতন প্রজন্মের অনেকেই যারা USA তে কাজ করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।পুনঃ উদ্যোগ নেয়া হয় প্রবাসী শিশু কিশোর যুবাদের চিন্তা, গবেষনা, চর্চা, অনুশীলনে জাতির জনক বঙ্গবন্ধুর দর্শন বৃত্তি শুভারম্ভের।

সভায় শোক জ্ঞাপন ও প্রার্থনা করা হয় সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ ওসমান গনি ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি নাসিম পারভীন এর সদ্য প্রয়াত মা এবং সদ্য প্রয়াত নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শুভান্যুধায়ী জাফর সওদাগরের জন্য।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের গান করেন প্রিয়তা ও কবিতা আবৃত্তি করেন এ কে এম মাহফুজুর রহমান , টিপু চৌধুরী, মেহেদী, সুহাস বড়ুয়া।

যাদের হাতে মজার মজার খাবার রান্না হয়ে এসেছিল তাদের সবাই এবং উপস্হিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীদিনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

New England Awamileague USA

New England Awamileague USA

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Party News

Only Sheikh Hasina can turn crisis into possibility: Obaidul Quader

B angladesh Awami League (AL) General Secretary and Road Transport and Bridges Minister Obaidul Quader today said Prime Minister Sheikh
Party News

Govt to deal with internal issues, not foreign envoys: Obaidul Quader MP

The government will solve the internal issues of the country and the foreign diplomats have to abide by the rules